দ্বিতীয় গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল জাতীয় সাহিত্য উৎসব ২০২৪

  • September 28, 2024 - September 29, 2024
  • Government Science High School , 1215 Tejgaon, Bangladesh

This event has expired

সাহিত্য মানবমনের সরস উদ্বোধন করে। মানুষের চিন্তাকে, সৃষ্টিকে নতুন এক দিশারী এনে দেয় সাহিত্য। সাহিত্যের বলে মানুষ আরোহণ করতে পারে উন্নতির শিখরে- হোক সে মানসিক ও আত্মিক। প্রমথ চৌধুরী যথার্থই বলেছিলেন, “সাহিত্য হলো মনগঙ্গার তোলা জল, তাতে অবগাহন করেই আমাদের দু:খ ঘুঁচবে।”

সাহিত্যের কোনো বয়স নেই, কিন্তু সাহিত্যিকের আছে। তাই সকলের অন্তর্নিহিত সাহিত্যিকদের কথা চিন্তা করে, তাদের সাহিত্যসমৃদ্ধি করতে ২য় বারের মতো “গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল” আয়োজন করেছে “২য় গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল জাতীয় সাহিত্য উৎসব ২০২৪” যেখানে থাকছে একগুচ্ছ মুক্ত-সাহিত্যচর্চাকারী প্রতিযোগিতা, যেগুলোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের সাহিত্যিক বনে যাওয়ার দীর্ঘ লালিত প্রয়াসকে পূর্ণ করতে পারবে।

✅সেগমেন্ট:

🔴অনলাইন সাবমিশন সেগমেন্ট:
১. কবিতা লিখন (বাংলা)
২. কবিতা লিখন (ইংরেজি)
৩. গল্প লিখন (বাংলা)
৪. গল্প লিখন (ইংরেজি)
৫. বই পর্যালোচনা (বাংলা)
৬. বই পর্যালোচনা (ইংরেজি)

🔴অফলাইন সেগমেন্ট: (একক)
১. ফটোগ্রাফি
ক. মোবাইল
খ. ডিএসএলআর
২. বইয়ের প্রচ্ছদ অংকন ডিজিটাল
৩. গল্পপূরণ
৪. উপস্থিত বক্তৃতা
৫. বাংলা ভাষা বিষয়ক কুইজ
৬. সাহিত্য কুইজ (একক)
৭. নির্দিষ্ট বই থেকে কুইজ

🔴অফলাইন সেগমেন্ট: দলীয়
১. দেয়ালিকা
২. সাহিত্য কুইজ (দলীয়)

✅ক্যাটাগরি:
*প্রাথমিক: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (শুধুমাত্র গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল এর ছাত্রদের জন্য)
*নিম্ন-মাধ্যমিক: ষষ্ঠ শ্রেণি- অষ্টম শ্রেণি
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

🔴অনলাইন সাবমিশন সেগমেন্টস:

✅১) কবিতা লিখন (বাংলা):
‘হৃদয়ের অন্তস্থল হতে কাব্যকে ধারণ করে যে, বাংলায় কবিতা রচনা না করে কি করে থাকে সে?’ – তাই তো কবিতা রচনা করার এক উপযুক্ত মাধ্যম হতে পারে এই সেগমেন্টটি।

ক্যাটাগরি:
*প্রাথমিক: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (শুধুমাত্র গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল এর ছাত্রদের জন্য)
*নিম্ন-মাধ্যমিক: ষষ্ঠ শ্রেণি- অষ্টম শ্রেণি
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

নিয়মাবলি:
ক) ফাইল জমা দেয়ার সময় পিডিএফ ফরম্যাটে দিতে হবে।
খ) পিডিএফ ফাইলে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে দিতে হবে।
গ) রেজিস্ট্রেশনএর পেমেন্ট করার পরে ট্রান্সেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
ঘ) পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅২) কবিতা লিখন: (ইংরেজি)
সাহিত্যের কোনো ভাষা হয়না। মনের উপলব্ধ ভাষাই সাহিত্যের ভাষা। তবুও সকলের বোধগম্য হওয়ার জন্য নির্দিষ্ট ভাষায়ই লিখতে হয়। আর সেটি যদি হয় আন্তর্জাতিক ভাষা ইংরেজী, তাহলে তো কথাই নেই!
তাই দেরি কিসের? ইংরেজীতে কবিতা রচনা করে হয়ে যান ক্ষুদে শেক্সপিয়ার।

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

নিয়মাবলি:
ক) ফাইল জমা দেয়ার সময় পিডিএফ ফরম্যাটে দিতে হবে।
খ) পিডিএফ ফাইলে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে দিতে হবে।
গ) রেজিস্ট্রেশনএর পেমেন্ট করার পরে ট্রান্সেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
ঘ) পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৩) গল্পলিখন (বাংলা):
প্রাচীনবিশ্বকে বর্তমান বিশ্বের সাথে যোগসূত্রে বেধেছে যে ইতিহাস, সে ইতিহাসকে যদি গল্প বলি তবে পাঠকসমাজ কতোটুকু নারাজ হবেন তা জানিনা, কিন্তু যদি বাংলায় গল্পরচনা করতে বলি তবে নিশ্চয়ই তারা খুশিতে বিহ্বল হয়ে পড়বেন। কেননা গল্প তো আমাদের জীবনগাঁথাই!

ক্যাটাগরি:
*প্রাথমিক: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (শুধুমাত্র গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল এর ছাত্রদের জন্য)
*নিম্ন-মাধ্যমিক: ষষ্ঠ শ্রেণি- অষ্টম শ্রেণি
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

নিয়মাবলি:
ক) ফাইল জমা দেয়ার সময় পিডিএফ ফরম্যাটে দিতে হবে।
খ) পিডিএফ ফাইলে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে দিতে হবে।
গ) রেজিস্ট্রেশনএর পেমেন্ট করার পরে ট্রান্সেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
ঘ) পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৪) গল্পলিখন (ইংরেজি):
গল্প যদি সম্ভব হয় বাংলায়, তবে ইংরেজিতে নয় কেনো? গল্পসাহিত্য তো কোনো বাঁধা মানে না! মানে না কোনো ভাষার সীমাবদ্ধতা।

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

নিয়মাবলি:
ক) ফাইল জমা দেয়ার সময় পিডিএফ ফরম্যাটে দিতে হবে।
খ) পিডিএফ ফাইলে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে দিতে হবে।
গ) রেজিস্ট্রেশনএর পেমেন্ট করার পরে ট্রান্সেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
ঘ) পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৫) বই পর্যালোচনা (বাংলা):

বই মানবজীবনের এক অমূল্য সম্পদ। বই মানুষকে নিয়ে যায় এক অসীম ক্ষমতার রাজ্যে, যে রাজ্যে নেই কোনো ক্ষমতাসীন ও ক্ষমতাহীনদের লড়াই। তবে, এই রাজ্যে পৌছাতে হলে প্রয়োজন বইকে জানা, বইকে পড়া। আর তা হয়ে গেলেই প্রয়োজন হয় নবীনকে বই সম্পর্কে জানানো। তার জন্যই রিভিউ!

ক্যাটাগরি:
*প্রাথমিক: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (শুধুমাত্র গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল এর ছাত্রদের জন্য)
*নিম্ন-মাধ্যমিক; ষষ্ঠ শ্রেণি- অষ্টম শ্রেণি
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

নিয়মাবলি:
ক) ফাইল জমা দেয়ার সময় পিডিএফ ফরম্যাটে দিতে হবে।
খ) পিডিএফ ফাইলে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে দিতে হবে।
গ) রেজিস্ট্রেশনএর পেমেন্ট করার পরে ট্রান্সেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
ঘ) পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৬) বই পর্যালোচনা (ইংরেজি):
ইংরেজী বই কিন্তু শুধু পাঠ্যবই বা গ্রামার বই এর মধ্যেই সীমাবদ্ধ নয়! ইংরেজীর রয়েছে এক বিশাল বইয়ের সম্ভার। আর তার জন্য ইংরেজী বই পড়ে সে সম্পর্কে মতামত দেয়ার এই আয়োজন।

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

নিয়মাবলি:
ক) ফাইল জমা দেয়ার সময় পিডিএফ ফরম্যাটে দিতে হবে।
খ) পিডিএফ ফাইলে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে দিতে হবে।
গ) রেজিস্ট্রেশনএর পেমেন্ট করার পরে ট্রান্সেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
ঘ) পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

🔴একক সেগমেন্ট:

✅১)ফটোগ্রাফি:
সাহিত্য উৎসবে ফটোগ্রাফি! কেননা শুধু সাহিত্য নিয়ে পড়ে থাকলেই হবেনা। ফটোগ্রাফিও পারতে হবে।

➡️মোবাইল ফটোগ্রাফি:

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

মাধ্যম: অনলাইন সাবমিশন, অফলাইন প্রদর্শনী

নিয়মাবলি:
ক) ছবিতে কোনো ওয়াটারমার্ক ব্যাবহার করা যাবেনা।
খ) সর্বোচ্চ ৩ টা ছবি সাবমিট করা যাবে। JPG ফরম্যাটে। প্রতিটি ছবি ১০ এমবির বেশি হতে পারবে না।
গ) সাবমিট করার পূর্বে ছবিটিকে রিনেম করতে হবে। ফরম্যাট: নাম_প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম_ক্যাটাগরি_ফোন নাম্বার।
ঘ) বিনামূল্যে সকলেই ছবি সাবমিট করতে পারবেন। তবে যেসকল ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হবে সেসকল ছবির প্রেরককে রেজিস্ট্রেশনফি পরিশোধ করতে হবে।
ঙ)সেক্ষেত্রে নির্বাচিত ছবির প্রেরককে একটি কোডসহ ইমেইল করা হবে। ফি পরিশোধ করার সময় রেফারেন্স এ ঐ কোডটি লিখে দিতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: নির্বাচিত ছবিপ্রতি ৩০০ টাকা।
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

➡️ডিএসএলআর ফটোগ্রাফি:

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

নিয়মাবলি:
ক) ছবিতে কোনো ওয়াটারমার্ক ব্যাবহার করা যাবেনা।
খ) সর্বোচ্চ ৩ টা ছবি সাবমিট করা যাবে। JPG ফরম্যাটে। প্রতিটি ছবি ১০ এমবির বেশি হতে পারবে না।
গ) সাবমিট করার পূর্বে ছবিটিকে রিনেম করতে হবে। ফরম্যাট: নাম_প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম_ক্যাটাগরি_ফোন নাম্বার।
ঘ) বিনামূল্যে সকলেই ছবি সাবমিট করতে পারবেন। তবে যেসকল ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হবে সেসকল ছবির প্রেরককে রেজিস্ট্রেশনফি পরিশোধ করতে হবে।
ঙ)সেক্ষেত্রে নির্বাচিত ছবির প্রেরককে একটি কোডসহ ইমেইল করা হবে। ফি পরিশোধ করার সময় রেফারেন্স এ ঐ কোডটি লিখে দিতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: নির্বাচিত ছবিপ্রতি ৩৫০ টাকা।
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅২) বইয়ের প্রচ্ছদ অঙ্কন (ডিজিটাল):
বই যেহেতু মনের খোরাক জোগায়, তাই বইয়ের প্রচ্ছদ হতে হবে আকর্ষণীয়। অনেক বইপাঠকদের মতে বইয়ের প্রচ্ছদও বই সম্পর্কে আলাদা আগ্রহ যোগায়। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীরা কভার আর্টও শিখতে পারবে।

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

মাধ্যম: অনলাইন সাবমিশন, অফলাইন প্রদর্শনী

নিয়মাবলি:
ক) ছবিতে কোনো ওয়াটারমার্ক ব্যাবহার করা যাবেনা।
খ) সর্বোচ্চ ৩ টা ছবি সাবমিট করা যাবে। JPG ফরম্যাটে। প্রতিটি ছবি ১০ এমবির বেশি হতে পারবে না।
গ) সাবমিট করার পূর্বে ছবিটিকে রিনেম করতে হবে। ফরম্যাট: নাম_প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম_ক্যাটাগরি_ফোন নাম্বার।
ঘ) বিনামূল্যে সকলেই ছবি সাবমিট করতে পারবেন। তবে যেসকল ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হবে সেসকল ছবির প্রেরককে রেজিস্ট্রেশনফি পরিশোধ করতে হবে।
ঙ)সেক্ষেত্রে নির্বাচিত ছবির প্রেরককে একটি কোডসহ ইমেইল করা হবে। ফি পরিশোধ করার সময় রেফারেন্স এ ঐ কোডটি লিখে দিতে হবে।

**রেজিস্ট্রেশন ফি: নির্বাচিত ছবিপ্রতি ৩০০ টাকা।
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৩) গল্পপূরণ:
গল্পপূরণের মাধ্যমে সৃষ্টিশীল চিন্তার উদ্রেক হবে শিক্ষার্থীদের মধ্যে। এতে করে তাদের সৃজনী দক্ষতাও বৃদ্ধি পাবে।

ক্যাটাগরি:
*নিম্ন-মাধ্যমিক: ষষ্ঠ শ্রেণি- অষ্টম শ্রেণি
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

[পেমেন্ট করার পর ট্র‍্যান্সেকশন নাম্বার সংরক্ষণ করবেন]
[ পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।]

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৪) উপস্থিত বক্তৃতা:
বক্তৃতা মানবজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যে যত ভালো বক্তৃতা দিতে পারে, তার নেতৃত্ব প্রদানের ক্ষমতা, মানুষকে তার কথায় বিমোহিত করে রাখার ক্ষমতা তত বেশি। বক্তৃতায় অংশগ্রহণের মাধ্যমেই শিক্ষার্থীদের নেতৃত্ব দানের দক্ষতা বৃদ্ধি পাবে, যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য অতীব প্রয়োজনীয়।

“বক্তৃতার ৫-১০ মিনিট পূর্বে বিচারক প্রতিযোগিকে বিষয় জানিয়ে দিবেন।”

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

[*পেমেন্ট করার পর ট্র‍্যান্সেকশন নাম্বার সংরক্ষণ করবেন]
[*বক্তৃতার বিষয় নির্বাচকমণ্ডলী দ্বারা নির্ধারণ করা হবে]
[ পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।]

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৫) বাংলা ভাষা বিষয়ক কুইজ:
যে মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার, সে মাতৃভাষাকে আমরা কতদূর জানি? বাংলা ভাষাকে আরো জানার অনেকগুলো উপায়ের মধ্যে একটি হলো কুইজ। কুইজ যেমন ব্যাক্তির জ্ঞানকে যাচাই করে, তেমনি নতুন জ্ঞানার্জনের পথে আকৃষ্ট করে।

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

[*পেমেন্ট করার পর ট্র‍্যান্সেকশন নাম্বার সংরক্ষণ করবেন]
[*বক্তৃতার বিষয় নির্বাচকমণ্ডলী দ্বারা নির্ধারণ করা হবে]
[ পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।]

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৬) সাহিত্য বিষয়ক কুইজ: (একক)
সাহিত্য সাধনা এক কথা, সাহিত্য রচনা এক কথা, আবার সেই সাহিত্যকে জানা এক কথা৷ সাহিত্যকে জানার জন্য, এর অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করার জন্য সাহিত্য বিষয়ক কুইজ হতে পারে এক উৎকৃষ্ট মাধ্যম।

ক্যাটাগরি:
*প্রাথমিক: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (শুধুমাত্র গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল এর ছাত্রদের জন্য)
*নিম্ন-মাধ্যমিক: ষষ্ঠ শ্রেণি- অষ্টম শ্রেণি
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

[*পেমেন্ট করার পর ট্র‍্যান্সেকশন নাম্বার সংরক্ষণ করবেন]
[*বক্তৃতার বিষয় নির্বাচকমণ্ডলী দ্বারা নির্ধারণ করা হবে]
[ পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।]

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅৭) নির্দিষ্ট বই থেকে কুইজ:
বই সম্পর্কে ব্যাক্তিবিশেষের জ্ঞানের ব্যাপ্তিকে যাচাই করার জন্যই এই কুইজ। এতে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞানের পরিধির যেমন বিস্তৃতি ঘটবে, তেমনি নতুন জ্ঞান জানতে পারা যাবে। “গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব” বই নির্ধারণ করে দিবে।

ক্যাটাগরি:
*নিম্ন-মাধ্যমিক: ষষ্ঠ শ্রেণি- অষ্টম শ্রেণি
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

[*পেমেন্ট করার পর ট্র‍্যান্সেকশন নাম্বার সংরক্ষণ করবেন]
[*বক্তৃতার বিষয় নির্বাচকমণ্ডলী দ্বারা নির্ধারণ করা হবে]
[ পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।]

**রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

🔴দলীয় সেগমেন্ট:

✅১) দেয়ালিকা(বাংলা ও ইংরেজি সাহিত্য):
দেয়ালিকা একটি নির্দিষ্ট বিষয়ের প্রতিনিধিত্ব করে। সাহিত্যের যেকোনো আলোচনার এক সার্বিক প্রতিনিধিত্ব করে সাহিত্য দেয়ালিকা। সাহিত্য দেয়ালিকার মাধ্যমে যারা সাহিত্য জ্ঞানপিপাসু তাদের জ্ঞানের পিপাসাকে সন্তুষ্ট করার এক প্রয়াস চালানো হয়।

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

>দলীয় প্রতিনিধি: ২ জন

[*পেমেন্ট করার পর ট্র‍্যান্সেকশন নাম্বার সংরক্ষণ করবেন]
[*বক্তৃতার বিষয় নির্বাচকমণ্ডলী দ্বারা নির্ধারণ করা হবে]
[ পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।]

**রেজিস্ট্রেশন ফি: ১৮০ টাকা
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

✅২) সাহিত্য বিষয়ক কুইজ দলীয়:
একক কুইজে অংশগ্রহণ করে যতটুকু জ্ঞান অর্জিত হয়, এর থেকে অধিক ফলপ্রসূ হয় যদি সেটা দলীয় কুইজ হয়। কেননা, এতে করে একই সময়ে অধিক সাহিত্যপ্রেমী মানুষদের কাছ থেকে জানার এক সমূহ সম্ভাবনা থাকে৷

ক্যাটাগরি:
*মাধ্যমিক: নবম শ্রেণি, দশম শ্রেণি
*উচ্চ-মাধ্যমিক: এইচএসসি ২০২৩,২০২৪, ২০২৫, ২০২৬ ব্যাচ

>টিম মেম্বার: ৩ জন

নিয়মাবলি:
ক. সিলেকশন রাউন্ড ১ অনলাইনে অনুষ্ঠিত হবে।
খ. সেখান থেকে নির্বাচিত দলগুলো সিলেকশন রাউন্ড ২ এ উত্তীর্ণ হবে। যা অনুষ্ঠানস্থলে আয়োজিত হবে।
গ. সিলেকশন রাউন্ড ২ থেকে ৬ টি টিম রাউন্ড ৩ এ উত্তীর্ণ হবে।

[*পেমেন্ট করার পর ট্র‍্যান্সেকশন নাম্বার সংরক্ষণ করবেন]
[*বক্তৃতার বিষয় নির্বাচকমণ্ডলী দ্বারা নির্ধারণ করা হবে]
[ পেমেন্ট করার সময় রেফারেন্স এ সেগমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।]

**রেজিস্ট্রেশন ফি: ৫০ টাকা(সিলেকশন রাউন্ড ১ এর জন্য)
রাউন্ড ২ এ নির্বাচিত হলে অতিরিক্ত ২৫০ টাকা প্রদান করতে হবে।
**রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার: শীঘ্রই প্রকাশিত হবে।
**রেজিস্ট্রেশন ফর্ম: শীঘ্রই প্রকাশিত হবে।

**রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর

জরুরি প্রয়োজন,

>গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব
পেইজ লিংক: https://www.facebook.com/gshs.literaryclub.org?mibextid=ZbWKwL
ইমেইল: gshslitclub@gmail.com

অথবা,

>কামরুল হাসান তামিম
সভাপতি, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব
মোবাইল নাম্বার : ০১৭৫৯৩৭৩০৮২
ফেইসবুক আইডি : https://www.facebook.com/arabi.tamim11

>ফাহাদ রহমান
ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব
মোবাইল নাম্বার : ০১৩৩১০৩৭০৭৮
ফেইসবুক আইডি : https://www.facebook.com/fahad.phineas

>মিনহাজুল আবেদীন সিয়াম
প্রেস বিষয়ক সম্পাদক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব
মোবাইল নাম্বার : ০১৯৬৬১০১১৮৩
ফেইসবুক আইডি : https://www.facebook.com/simuu.me

  • Time : 9:00 am - 4:00 pm (Asia/Dhaka)

Registration Deadline Expired!!